ঢাকাশুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপিতে নতুন নেতাকর্মী যোগদান বন্ধ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
আগস্ট ৯, ২০২৪ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপির ওয়ার্ড থেকে জাতীয় পর্যায়ের কোনো কমিটিতে অন্য কোনো রাজনৈতিক দলের কেউ বা অরাজনৈতিক কেউ যোগ দিতে পারবে না।

বৃহস্পতিবার দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ নির্দেশনা দেন।

দলের পক্ষ থেকে এক বিবৃতিতে তিনি বলেন, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মীকে জানানো যাচ্ছে যে, বিএনপির ওয়ার্ড থেকে জাতীয় পর্যায় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোনো কমিটিতে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো যাবে না।

সব নেতাকর্মীদের এ সিদ্ধান্ত যথাযথভাবে অনুসরণ করার নির্দেশ দিয়েছেন তিনি।