ঢাকাশুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সঙ্গে বিএনপির বৈঠক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
আগস্ট ৯, ২০২৪ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গ বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে দলটির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক করেন তারা।

বৈঠকে ফখরুল ছাড়াও বিএনপি স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। এ ছাড়া জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ হুমা খান উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার ঢাকার মার্কিন দূতাবাসের চায়ের দাওয়াতে অংশ নিয়েছিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।