বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে মিয়ানমার, ভারতের সেভেন সিস্টার্স ও পশ্চিমবঙ্গে অস্থিরতা ছড়িয়ে পড়বে বলে সতর্ক করেছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। গতকাল মঙ্গলবার ভারতের সংবাদমাধ্যম এনিডিটিভকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস এই সতর্ক করেন।
তিনি বলেন, আপনি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করেন, তা মিয়ানমারসহ বাংলাদেশের চারপাশে ছড়িয়ে পড়বে এবং পশ্চিমবঙ্গের সেভেন সিস্টার্সে ছড়িয়ে পড়বে। এটি আমাদের চারপাশে এবং মিয়ানমারের সর্বত্র আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো হবে। বড় সমস্যা হবে, কারণ এখানে লাখ লাখ রোহিঙ্গা রয়েছে।
ড. ইউনূস আরও বলেন, আইনশৃঙ্খলা পুনরুদ্ধার এখন বাংলাদেশের সামনে সবচেয়ে বড় সমস্যা। যদি তা অর্জন করা না যায়, তাহলে ভারতসহ প্রতিবেশী দেশগুলোতে এর প্রভাব পড়বে।
তিনি বলেন, ১৭ কোটি মানুষ আছে, যাদের অধিকাংশই তরুণ; যারা কখনো ভোট দেয়নি। আপনাকে নিশ্চিত করতে হবে, দেশে গণতন্ত্র আছে। এই তরুণরা কখনোই ভোট কেন্দ্রে যায়নি, কারণ নির্বাচন হয়নি। আমাদের তরুণদের সাথে কথা বলতে হবে।
দেশের আইনশৃঙ্খলার বিষয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, অবশ্যই আইনশৃঙ্খলার বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে মূলত প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) পদত্যাগের দাবির মধ্যদিয়ে এবং অবশেষে সেই দাবি অর্জিত হয়েছে। আজ তারা (জনগণ) উদ্যাপন করছে। এ ধরনে উদ্যাপন আমরা দেখেছি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। যখন আমরা পাকিস্তানিদের কাছ থেকে মুক্তি পেয়েছিলাম