ঢাকাবুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উত্তপ্ত সায়েন্সল্যাব, দফায় দফায় সংঘর্ষ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
আগস্ট ৪, ২০২৪ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের সময় গুলির শব্দ শোনা গেছে। এতে কেউ হতাহত হয়েছেন কি না তা জানা যায়নি।

রোববার (৪ আগস্ট) বেলা দেড়টার আগে থেকে সাইন্সল্যাব এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে সরকারদলীয় নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। আওয়ামী লীগের কর্মীরা লাঠি হাতে অবস্থান নিয়েছেন সীমান্ত মার্কেট এলাকায়। তারা স্টার কাবাব এলাকায় আসার চেষ্টা করলে আন্দোলনকারীদের ধাওয়া খেটে পিছু হটে। আন্দোলনকারীরা ধানমন্ডি এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারা সরকারের পদত্যাগের দাবিতে নানা ধরনের স্লোগান দিচ্ছেন। আন্দোলনকারীরা লাঠিসোটা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দিচ্ছে। এ সময় গুলির শব্দ শোনা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হয়েছেন কিনা তা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সুমন নামে একজন জানান, ‘পাল্টাপাল্টি ধাওয়ার সময় আমি কয়েকবার গুলির শব্দ শুনেছি।’

সাইন্সল্যাব এলাকায় ছাত্রলীগের একজন কর্মীকে একা পেয়ে বেধড়ক পিটিয়েছে আন্দোলনকারীরা। এতে তিনি গুরুতর আহত হয়েছেন।

বেলা আড়াইটায় শেষ খবর পাওয়া পর্যন্ত সায়েন্সল্যাব এবং ধানমন্ডি এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রধান সড়কে কোন যানবাহন চলাচল করছে না। ধানমন্ডি ও মোহাম্মদপুরগামী সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। বেশিরভাগ বাসাবাড়ির গেট লাগিয়ে লোকজন ভেতরে অবস্থান করছেন।

ধানমন্ডি লেক হয়ে জিগাতলাগামী সাধারণ মানুষদের দেখলেই সরকারদলীয় নেতাকর্মীরা তাদের মোবাইল তল্লাশি করছেন।

অন্যদিকে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে অবস্থান করছেন।