ঢাকাসোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কোরিয়া থেকে আমন্ত্রণ পেয়েছেন নির্মাতা সাদেক সাব্বির

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুলাই ৩০, ২০২৪ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

Yeosu international webfest এ তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ” The last word ” নমিনেশন পেয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে। জানা যায় সেপ্টেম্বরের ২ তারিখ থেকে কোরিয়ার দক্ষিণতীরের বন্দর ও পর্যটন নগরী ইওসু শহরে ” GS Caltex Heulmaru এর বাংলা উচ্চারণ হবে “জিএস ক্যালটেক্স হেউলমারু” ভেন্যুতে পর্দা উঠছে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এই উৎসবে ইন্টারন্যাশনাল শর্ট ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ” The last word ” এটি পরিচালনার পাশাপাশি রচনা ও চিত্রনাট্য করেছেন সাদেক সাব্বির।

তার সাথে কথা বলে জানা যায়, উৎসবে অংশগ্রহণ করার জন্য ফেস্টিভ্যাল কমিটি থেকে পরিচালকের সাথে যোগাযোগ করা হয়েছে। তিনি জানান সেপ্টেম্বরের ২ থেকে ৭ তারিখ এই উৎসবে অংশগ্রহণ করে বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও অভিনয় শিল্পীদের সাথে উৎসব উপভোগ, সিটি ট্যুর এবং সব শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যই এই আমন্ত্রণ। এটি আমাদের টিমের জন্য আনন্দের। এই সফলতায় টিমের সকল সদস্যদের কাছে কৃতজ্ঞ। মূলত তাদের জন্যই এটা সম্ভব হয়েছে। আমরা এখন

” The last word ” টিমের ভিসার জন্য বিভিন্ন কাগজ পত্র ফেস্টিভ্যাল কমিটির সাথে আদান প্রদান করছি। আশা করছি সবকিছু ঠিকঠাক থাকলে আমাদের টিম উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণের মত গুণি অভিনেতা। এতে আরো অভিনয় করেন মনিরুজ্জামান লিপন, রাজু খান, সাবরিন আজাদ ও আয়মন শিমলা।এই চলচ্চিত্র প্রযোজনা সংস্থা রেবিট কমিউনিকেশন ব্যানারে নির্মিত হয়। যার এক্সিকিউটিভ প্রোডিউসার সগীর মুস্তফা।

সাদেক সাব্বির এর ” The last word ” ইতিমধ্যে পাকিস্তান ও ভারতে প্রদর্শনী হয়েছে।কোলকাতার “Miseentage International Film Award” এ বেস্ট ড্রামা ফিল্ম ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে।

তাছাড়া এ বছর মোবাইল দিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

” SIDE BY SIDE ” নির্মাণ করে জাতিসংঘের পুরস্কার জিতে নেয় সাদেক সাব্বির। তাতেও অভিনয় করেন ইমতিয়াজ বর্ষণ ও নিশাত প্রিয়ম।

বর্তমানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও নাটকের নির্মাণের পাশাপাশি ফিচার ফিল্ম নির্মাণের জন্য কাজ করছেন সাদেক সাব্বির।