ঢাকাবুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পুলিশকে ধাওয়া দিলো ব্র্যাকের শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুলাই ১৮, ২০২৪ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় কোটা সংস্কার আন্দোলনে নামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী জড়ো হয়ে রাস্তা অবরোধ করে এই আন্দোলন করেন। এতে মেরুল বাড্ডা এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

এ সময় রাস্তা সচল করতে এবং শিক্ষার্থীদের বাধা দিতে আসলে পুলিশকে ধাওয়া করেন শিক্ষার্থীরা। পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করলে রণক্ষেত্রে পরিণত হয় রামপুরা ও মেরুর বাড্ডা এলাকা। আর আগে আজ বৃহস্পতিবার সকাল ১১টার পর শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে আন্দোলন করেন। এরপরই এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, কয়েকশ শিক্ষার্থী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তা অবরোধ করে রেখেছেন। এ সময় মেরুল বাড্ডা এলাকা দিয়ে যাতায়াতকারী সব যানবাহনের চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে রাস্তায় শত শত যানবাহন আটকে আছে। আন্দোলন থেকে শিক্ষার্থীরা নানা স্লোগান দিয়ে যাচ্ছেন।

ব্র্যাকের শিক্ষার্থীদের অবরোধের এক পর্যায়ে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় প্রথমবার শিক্ষার্থীরা পিছু হটলেও পরে তারাও পুলিশের দিকে তেড়ে আসেন। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন, এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ফাটায়। বর্তমানে শিক্ষার্থীরা ব্র্যাক ইউনিভার্সিটির ভেতরে অবস্থান করছেন।

শিক্ষার্থীদের দাবি, পুলিশ বিনা উস্কানিতে ব্র্যাকে শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। এমনকি তারা ক্যাম্পাসের ভেতরেও টিয়ারশেল নিক্ষেপ করেছে। পুলিশের হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে।