ঢাকারবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে মহানগর বিএনপির গায়েবানা জানাজা

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুলাই ১৭, ২০২৪ ১১:০১ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে মেধাবী শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় নিহত চট্টগ্রাম কলেজ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামসহ নিহতদের আত্মার মাগফিরাত কামনায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্র ঘোষিত গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুলাই) বাদে জোহর কাজীর দেউরী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে অনুষ্ঠিত গায়েবানা জানাজায় ইমামতি করেন দলীয় কার্যালয় সংলগ্ন জামে মসজিদে খতিব মাওলানা এহসানুল হক। এতে নিহত শিক্ষার্থীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এসময় নেতৃবৃন্দ নিরীহ মানুষ হত্যাকারী আওয়ামী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ জনগণকেও সাড়া দেয়ার আহ্বান জানান।

জানাজায় শরিক হন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন, শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, উত্তর জেলা বিএনপির সি. যুগ্ম আহবায়ক এম এ হালিম, দক্ষিণ জেলা বিএনপির সি. যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এড. আবদুস সাত্তার, সৈয়দ আজম উদ্দীন, শফিকুর রহমান স্বপন, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী, মো. নুরুল আমিন, নুর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সরোয়ার আলমগীর, কাজী সালাহ উদ্দিন, আহবায়ক কমিটির সদস্য হাজী মো. আলী, ডা. খুরশিদ জামিল চৌধুরী, মাহবুব আলম, ইকবাল চৌধুরী, অধ্যাপক নুরুল আলম রাজু, এড. ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, জাহাঙ্গীর আলম দুলাল, আনোয়ার হোসেন লিপু, গাজী মো. সিরাজ উল্লাহ, মন্জুর আলম চৌধুরী মন্জু, মো. কামরুল ইসলাম, এড. আবু তাহের, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, আবু আহমেদ হাসনাত, এস এম মামুন মিয়া, নাজমুল মোস্তফা আমিন, জামাল হোসেন, মেজবাহ উদ্দিন জাহেদ, হাজী নবাব মিয়া, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, সাধারন সম্পাদক মোহাম্মদ শাহেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারন সম্পাদক বেলায়েত হোসেন বুলু, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার উদ্দিন সেলিম, যুবদলের সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী, মহানগর ওলামা দলের আহবায়ক মাওলানা শহীদুল্লাহ্ চিশতী, ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন প্রমূখ।