ঢাকাবৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মারা গেছেন ছারছীনা দরবার শরীফের পীর

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুলাই ১৭, ২০২৪ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

উপমহাদেশের অন্যতম ইসলাম ধর্মীয় প্রতিষ্ঠান পিরোজপুরের ছারছীনা দরবার শরীফের পীর বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমির, হজরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ আর নেই (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাত ২টা ১১ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭০ বছর। স্ত্রী ও দুই ছেলেসহ তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রয়াত পীর শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ ছারছীনা দরবার শরীফ ও উপমহাদেশের শ্রেষ্ঠ ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান ছারছীনা দারুসুন্নাত আলিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহ নেছারউদ্দিন (রহ.)-এর দৌহিত্র।

তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। দেশ ও দেশের বাইরে চিকিৎসা নিয়ে সর্বশেষ ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুর খবরে পিরোজপুরের ছারছীনাসহ সারা দেশের ইসলাম প্রিয় মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন মহারাজ, সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএমএ আউয়াল, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, নেছারবাদ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, পৌর মেয়র মো. গোলাম কবির গভীর শোক প্রকাশ করেছেন।

ছারছীনা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমীন অফসারী জানান, আজ রাতে মরদেহ ছারছীনা শরীফে নিয়ে আসা হবে। আগামীকাল বৃহস্পতিবার (১৮ জুলাই) জোহর নামাজবাদ ছারছীনা শরীফে জানাজা অনুষ্ঠিত হবে।