ঢাকারবিবার, ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জেনারেল আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুলল পেন্টাগন

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুন ২৬, ২০২৪ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞাকে গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির প্রতিফলন বলেছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর-পেন্টাগনের মুখপাত্র জেনারেল প্যাট রাইডার।

স্থানীয় সময় মঙ্গলবার (২৫ জুন) পেন্টাগনের সংবাদ সম্মেলনে বাংলাদেশে দুর্নীতি ও নিষেধাজ্ঞা প্রসঙ্গে প্রশ্নের জবাবে জেনারেল রাইডার যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যখ্যা করেন।

তিনি জানান, এ বছরের মে মাসে জেনারেল আজিজের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন শক্তিশালী করতে এটি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির জোরালো প্রতিফলন বলে দাবি করেছেন জেনারেল রাইডার।

বলেন, দুর্নীতি রোধে নেওয়া পদক্ষেপগুলো সমর্থন করে পেন্টাগন। রাইডার আরও জানান, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ট দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার সম্পর্ক এবং অভিন্ন স্বার্থ ও মূল্যবোধের ভিত্তিতে অংশীদারিত্ব আছে। আগের দিন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ সম্মেলনে, বাংলাদেশে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতির নিন্দা জানানো হয়। বলা হয়েছে, সাংবাদিকদের দায়িত্ব পালনে যেকোনো ধরনের হয়রানি ও ভীতি প্রদর্শনে যুক্তরাষ্ট্রের আপত্তি আছে।