ঢাকাবুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতি সবাই করে, রাজনীতিবিদদের আয়নায় চেহারা দেখতে বললেন সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুন ২৬, ২০২৪ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

শুধু সরকারি কর্মকর্তাদের দিকে আঙুল না তুলে, রাজনীতিবিদদেরকে আয়নায় চেহারা দেখার আহ্বান জানালেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বিআরটিসির উদ্যোগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাটল বাস সার্ভিসের উদ্বোধন করে একথা বলেন তিনি।

এসময়, দুর্নীতি সব সেক্টরেই আছে। সবাই দুর্নীতি করে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তবে, দুর্নীতি যেই করুক সরকার জিরো টলারেন্স জানিয়ে বলেন, দুদকের কাজে সরকার কোনো হস্তক্ষেপ করছে না, করবে না। সরকারি কর্মকর্তারা দুর্নীতি করে রাজনীতিদরা করে না সেটা বলা যাবে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।