ঢাকাবুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের ভারতের কাছে ৫০ রানে হার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুন ২৩, ২০২৪ ১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

টস জিতে নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, এ উইকেটে ১৫০-১৬০ রানের স্কোর ভালো। বাংলাদেশ থেমেছে ৮ উইকেটে ১৪৬ রানে। তবে ভারত আগেই করেছে ১৯৬ রান। ভারত পায় ৫০ রানের জয়।

অ্যান্টিগায় বাংলাদেশের রান তাড়া গতি পায়নি কোনো পর্যায়েই। এ ম্যাচে দলের সহ-অধিনায়ক ও পেসারকে বসিয়ে রেখে অতিরিক্ত একজন ব্যাটসম্যানকে খেলিয়েছে বাংলাদেশ। সেই জাকের আলী সাতে নেমে করেছেন ৪ বলে ১ রান। অবশ্য বলা যায়, ম্যাচ শেষ তার আগেই।

শুরুতে উইকেট ধরে রাখার কৌশলে এগিয়েছে বাংলাদেশ, কিন্তু লক্ষ্য যখন ১৯৬ রান, তখন আসলে শেষদিকে উইকেট রেখে খুব বেশি কিছু করার থাকেও না। রিশাদ হোসেন শেষ দিকে খেলেছেন ১০ বলে ২৪ রানের ক্যামিও। সে পর্যন্তই।

মাত্র ১৩ রানে ২ উইকেট নিয়েছেন জাসপ্রিত বুমরা। কুলদীপ যাদব ১৯ রানে নিয়েছেন ৩টি।

এ ম্যাচে কার্যত সেমিফাইনালের দৌড় থেকে অনেকটাই ছিটকে গেল বাংলাদেশ। আজ ভোরে যদি আফগানিস্তানকে হারায় অস্ট্রেলিয়া, তাহলে সেটিও নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে তখন সেমিফাইনাল নিশ্চিত হবে অস্ট্রেলিয়া ও ভারতের।