ঢাকাসোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বৃষ্টি আইনে হারল বাংলাদেশ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুন ২১, ২০২৪ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নবম টি-২০ বিশ্বকাপে সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে নেমেছিল বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডার্কওয়ার্থ লুইস মেথডে (বৃষ্টি আইন) ২৮ রানে হেরেছে টিম টাইগার্স।

অ্যান্টিগুয়ার নর্থ সাউন্ডে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৪০ রান সংগ্রহ করে বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে ১১.২ ওভারে দুই উইকেটে ১০০ রান তুলে অস্ট্রেলিয়া। এরপরেই বৃষ্টি নামে। তাতে বৃষ্টি আইনে টাইগারদের হারিয়ে সুপার এইটের প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছেন অজিরা।

লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়ার হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নার। ইনিংসের শুরুতেই জীবন পান ওয়ার্নার। দ্বিতীয় ওভারে তানজিম সাকিবের বলে ক্যাচ তোলেন ওয়ার্নার। কিন্তু সেটি তালুবন্দী করতে ব্যর্থ হয়েছেন তাওহীদ হৃদয়।

এরপরেই টাইগার বোলারদের ওপর চড়াও হন দুই অজি ব্যাটার। ইনিংসের সপ্তম ওভারে এ জুটি ভাঙেন রিশাদ হোসেন। তার ঘূর্ণিতে কাটা পড়েন হেড। এর এক ওভার পরেই মিচেল মার্শকে বোকা বানিয়ে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি।

এরপর গ্লেন ম্যাক্সওয়েলকে সঙ্গে নিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নিতে থাকেন ওয়ার্নার। সেই সঙ্গে ব্যক্তিগত ফিফটিও তুলে নেন ওয়ার্নার। তবে দুই দফা বৃষ্টি নামাতে খেলা চালিয়ে নেয়া আর সম্ভব হয়নি। মাঠ ছাড়ার আগে ৫৩ রানে ওয়ার্নার ও ১৪ রানে অপরাজিত ছিলেন ম্যাক্সওয়েল।

বাংলাদেশের হয়ে দুটি উইকেট নেন লেগ স্পিনার রিশাদ হোসেন।

এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ। দলটির হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস।

ইনিংসের প্রথম বলেই তামিমের স্ট্যাম্প উপড়ে ফেলেন মিচেল স্টার্ক। এতে তিন বল খেলেও রানের খাতা খুলতে ব্যর্থ তামিম (০)। পরে ক্রিজে আসেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। উইকেটে এসে লিটনের সঙ্গে ৫৮ রানের জুটি গড়েন তিনি।

নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ব্যাট হাতে লড়াই চালিয়ে যান শান্ত। কিন্তু তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন জাম্পা। প্যাভিলিয়নে ফেরার আগে ৪১ রান করেন তিনি।

ব্যাট হাতে বলার মতো তেমন কিছুই করতে পারেননি সাকিব আল হাসান (৮), মাহমুদউল্লাহ রিয়াদ (২) ও  মাহেদী হাসান (০)। শেষের দিকে তাওহীদ হৃদয়ের ব্যাটে মাঝারি পুঁজি সংগ্রহ করে টিম টাইগার্স।

অস্ট্রেলিয়ার হয়ে হ্যাটট্রিক করেছেন প্যাট কামিন্স। এছাড়া দুটি উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা।