ঢাকারবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সেন্টমার্টিন ইস্যুতে সরকার নীরব : ফখরুল

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুন ১৬, ২০২৪ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সেন্টমার্টিন ইস্যুতে সরকারের ভূমিকা নীরব-নতজানু বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সেন্টমার্টিনে যে ঘটনা ঘটছে এটি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর হুমকি। কিন্তু এই সরকারের কাছে এটার কোনো প্রভাব বিস্তার করছে না। এই ঘটনায় সরকারে ভূমিকা আমরা নীরব দেখতে পাচ্ছি। তারা শুধু বলছে আলোচনা করবে। কিন্তু এখন পর্যন্ত কোনো বিবৃতি দিচ্ছে না।

আজ রবিবার (১৬ জুন) দুপুরে ঠাকুরগাঁও শহরের তাঁতীপাড়া নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এই সরকার দুর্বল। বিদেশের উপর নির্ভর করেই এই সরকার টিকে আছে। যে কারণেই কোনো কথা বলতে সাহস পাচ্ছে না। মিয়ানমার থেকে গুলি হচ্ছে, মানুষ মারা যাচ্ছে এটার পরেও সরকার নিরব। আমরা মনে করি এই সরকারের পদত্যাগ করা জরুরি হয়ে উঠেছে।

বেনজীর ও আজিজকে বলির পাঠা বানিয়েছে সরকার এমন দাবি করে বিএনপির মহাসচিব বলেন, যে সকল কর্মকর্তা ও কর্মচারীরা মনে করছেন আওয়ামী লীগকে সমর্থন করে লুটপাট করে টিকে থাকতে পারবেন তাদের ধারণা ভুল। যার প্রমাণ বেনজীর ও আজিজের ঘটনা।  কারণ লুট করলে চুরি করলে অন্ধের মতো একটি অজনপ্রিয় সরকারকে সমর্থন করলে সেখানে টিকে থাকা সম্ভব না। আজকে এই সরকার লুটপাট করে বেনজীর ও আজিজকে বলির পাঠা বানিয়েছে।

তিনি বলেন, আজকে পত্রিকায় দেখলাম সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিশাল ফিরিস্তি বেড়িয়েছে। এখন সব এক এক করে বেরিয়ে আসছে। থলের বিড়ার বেরিয়ে আসা শুরু হয়েছে। আমরা দীর্ঘদিন ধরেই বলে আসছিলাম এই সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে, সরকারি কর্মকর্তাদের ব্যবহার করে সব চুরির সুযোগ দিচ্ছে। আর এই সুযোগ দিয়েই আজ তাদের এই অবস্থা করেছে। বর্তমানে এসব সরকারের নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে।

বিএনপির বেশ কয়েকটি কমিটির পুনর্গঠন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবারে ফখরুল বলেন, বিএনপির আন্দোলন ব্যর্থ হয়নি। এই সরকারকে টেনে নামাতে বিএনপির আন্দোলন আরো তীব্রতর হচ্ছে বলে জানান।

এবারের ঈদে মানুষের মধ্যে কোনো আনন্দ নেই। ক্রয় ক্ষমতার বাহিরে সব চলে গেছে বলে মন্তব্য করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর।