ঢাকাবৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নব উদ্যমে তারুণ্যের জয়গানে মেতে উঠল জয়ধ্বনি চুয়েট 

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুন ১৫, ২০২৪ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম তথা সারা বাংলাদেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক মাত্র সাংস্কৃতিক সংগঠন “জয়ধ্বনি, চুয়েট”। প্রতিষ্ঠা লগ্নের শুরু থেকে শিক্ষার্থীদের সাংস্কৃতিক মেধা ও মননের বিকাশ এবং সৃজনশীলতাকে উজ্জীবিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

 

এরই ধারাবাহিকতায় গত ৬ ও ৭ জুন, সংগঠনটির পক্ষ থেকে আয়োজন করা হয় কিশোয়ান নিবেদিত “তারুণ্যের জয়গান: ৫ম আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব ও দুই যুগ পূর্তি অনুষ্ঠান ২০২৪”।

 

সংগঠনটির শিক্ষার্থীদের অংশগ্রহণে জমকালো এক ফ্ল্যাশমবের মধ্য দিয়ে ৬ জুন সূচনা হয় দুইদিন ব্যাপী এই জমকালো আয়োজনের। এরপর দেশের নানা প্রান্ত থেকে আসা সাতটি বিশ্ববিদ্যালয়ের নানা আঙ্গিকের সাংস্কৃতিক পরিবেশনায় মেতে ওঠে চুয়েট ক্যাম্পাস। ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়, এশিয়ান ইউনিভার্সিটি অফ ওমেন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আহসানউল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, এফ বি এস ডান্স স্কোয়াড (ঢাকা বিশ্ববিদ্যালয়), বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এবং ব্র‍্যাক ইউনিভার্সিটি এর শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করে উপস্থিত দর্শকবৃন্দ।

 

বিশ্ববিদ্যালয় গুলোর পরিবেশনা শেষে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল “আরবোভাইরাস” এর মঞ্চ মাতানো জনপ্রিয় কিছু গানের পরিবেশনায় প্রথম দিনের কার্যক্রম শেষ হয়।

 

অনুষ্ঠানের দ্বিতীয় দিনের কার্যক্রম ছিল জয়ধ্বনি পরিবারের প্রাক্তন সদস্যদের কেন্দ্র করে। এদিনের কার্যক্রম শুরু হয় জয়ধ্বনি, চুয়েটের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সম্মেলনে একসাথে বসে মহা মধ্যাহ্ন ভোজ করার মাধ্যমে। মধ্যাহ্ন ভোজের শেষে সংগঠনটির প্রাক্তন ও বর্তমান সদস্যদের নিয়ে একটি আড্ডার আয়োজন করা হয়। প্রাক্তন এবং বর্তমান জয়ধ্বনি সদস্যদের সমাহারে বেশ জমজমাট হয়ে ওঠে আড্ডাটি। এই সময় জয়ধ্বনি এর প্রাক্তন সদস্যরা তাদের সময়কার আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের নানা স্মৃতিচারণ করেন। তাদের রিহার্সালের সময়ের এবং অনুষ্ঠানের সময়ের নানা উল্লেখযোগ্য ও মজার ঘটনা বর্তমান সদস্যদের সঙ্গে শেয়ার করেন। আড্ডা, গান, হাসিঠাট্টায় বেশ একটা সুন্দর সময় কাটান জয়ধ্বনি পরিবারের বর্তমান ও সাবেক সদস্যবৃন্দ। আড্ডার শেষে সম্মানিত শিক্ষকবৃন্দের উপস্থিতিতে কেক কেটে তারা জয়ধ্বনি, চুয়েট প্রতিষ্ঠার দুইযুগ পূর্তি উদযাপন করে।

 

অনুষ্ঠানের দ্বিতীয় দিনের সন্ধ্যায় অসাধারণ কিছু সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে হাজির হয় জয়ধ্বনি পরিবারের বর্তমান সদস্যরা। নাচ, গান, নাটক, আবৃত্তির সমারোহে দারুণ এক সাংস্কৃতিক সন্ধ্যার সৃষ্টি হয় চুয়েট ক্যাম্পাসে। অনুষ্টানের এক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে এসে উপস্থিত হন “কিশোয়ান” গ্রুপের এক্সিকিউটিভ ডাইরেক্টর নজরুল ইসলাম চৌধুরী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানের মাঝখানে উপস্থিত জয়ধ্বনি, পরিবারের সাবেক সদস্যদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন সংগঠনটির মডারেটর অধ্যাপক ড. সানাউল রাব্বি পাভেল স্যার, উপদেষ্টা অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক স্যার এবং সহকারী উপদেষ্টা অধ্যাপক ড. আয়েশা আক্তার ম্যাম। বর্তমান সদস্যদের পরিবেশনা শেষে মনোমুগ্ধকর কিছু পরিবেশনা নিয়ে আসেন জয়ধ্বনি পরিবারের এলামনাই সদস্যরা।

 

অনুষ্ঠানে প্রায় শেষ দিকে শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে গান পরিবেশন করে জয়ধ্বনি এর সাবেক সভাপতি এবং বর্তমানে বিশ্ববিদ্যালয়টির অধ্যাপক ড. সানাউল্লাহ রাব্বি পাভেল স্যার। সবশেষে জনপ্রিয় ব্যান্ডদল “আর্ক” এর কালজয়ী কিছু গানের মাধ্যমে শেষ হয় দুইদিন ব্যাপী জমকালো এই আয়োজনের।