ঢাকাবৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাকিবের ফর্মে ফেরা ফিফটিতে ডাচদের হারিয়ে সুপার এইটের পথে বাংলাদেশ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুন ১৪, ২০২৪ ১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

মুস্তাফিজ-তাসকিন-তানজিদদের নিয়ে গড়া বাংলাদেশের বোলিং লাইনে আপের বিপক্ষে ১৬০ রানের লক্ষ্য এমনিতেই কঠিন ছিল। তবে  ইনিংসের বেশির ভাগ সময় কঠিন কাজটা ভালোভাবেই করে  গেছে নেদারল্যান্ডস।ক্ষণিকের জন্য ছিল ফেভারিটও।

বিক্রমাজিৎ-এঙ্গেলব্রেখটের-এডওয়ার্ডসের ব্যাটে একপর্যায়ে সাত উইকেট হাতে রেখে ৪২ বলে মাত্র ৬০ রান প্রয়োজন ছিল নেদারল্যান্ডসের।তবে তরুণ লেগ স্পিনার রিশাদের অসাধারণ  এক ওভারে পাল্টে যায় ম্যাচের চিত্র।ইনিংসের পনেরতম  ওভারে মাত্র ৭ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রিশাদ।সেই জোড়া ধাক্কা সামলে আর ম্যাচে ফিরতে পারেনি নেদারল্যান্ডস নিজের শেষ ওভারেও পেয়েছেন উইকেটের দেখা পেয়েছেন এই প্রতিভাবান লেগ স্পিনার ।

তার বোলিং নৈপুণ্যে ‘ডি’ গ্রুপের গুরুত্বপূর্ণ লড়াইয়ে নেদারল্যান্ডসকে ২৫ রানে হারিয়ে সুপারএইটের এর পথে অনেকখানি এগিয়ে গেল বাংলাদেশ। টাইগারদের দেওয়া ১৬০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৩৪ রানেই থেমে যায় ডাচদের ইনিংস।