ঢাকারবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুন ১৪, ২০২৪ ১২:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, চট্টগ্রাম মহানগর ও বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি এবং যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম মহানগর ও বরিশাল মহানগর বিএনপির আহবায়ক কমিটিও বিলুপ্ত করা হয়েছে।

২০২১ সালের ২ আগস্ট ঢাকা মহানগর উত্তরে আমান উল্লাহ আমানকে আহ্বায়ক ও আমিনুল হককে সদস্য সচিব এবং ঢাকা মহানগর দক্ষিণে আব্দুস সালামকে আহ্বায়ক ও রফিকুল আলম মজনুকে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করা হয়। তবে ৭ জানুয়ারির নির্বাচনের কিছুদিন পর থেকে উত্তরে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন অ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

২০২০ সালের ২২ ডিসেম্বর ডা. শাহাদাত হোসেনকে আহ্বায়ক ও আবুল হাশেম বক্করকে সদস্য সচিব করে চট্টগ্রাম মহানগর বিএনপির ৩৯ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

২০২২ সালের ২২ জানুয়ারি মনিরুজ্জামান খান ফারুককে আহ্বায়ক ও অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদকে সদস্য সচিব করে ৪৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না’র নেতৃত্বাধীন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিও বিলুপ্ত করা হয়েছে। ২০২২ সালের ২৭ মে যুবদলের এই কমিটি ঘোষণা করা হয়।

উল্লিখিত বিলুপ্তকৃত কমিটি সমূহের নতুন কমিটি পরবর্তীতে ঘোষণা করা হবে।