ঢাকাবৃহস্পতিবার, ২৫শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দাম বাড়ছে না যেসব বিড়ি-সিগারেটের

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুন ৯, ২০২৪ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

আগামী অর্থবছরে বিড়ি ও সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব করেছে সরকার। যন্ত্রের সাহায্য ছাড়া হাতে তৈরি ফিল্টারবিহীন বিড়ির দাম একই থাকছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করার সময় এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

যন্ত্রের সাহায্য ছাড়া হাতে তৈরি (ফিল্টার বিযুক্ত) ২৫ শলাকা বিড়ির সর্বোচ্চ খুচরা মূল্য ১৮ টাকা ও ১২ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ৯ টাকা ও ৮ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ৬ টাকা এবং সম্পূরক শুল্ক ৩০ শতাংশ অব্যাহত রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

আর হাতে তৈরি ফিল্টারযুক্ত বিড়ির ২০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ১৯ টাকা ও ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ১০ টাকা করা এবং সম্পূরক শুল্ক ৪০ শতাংশ অব্যাহত রাখার প্রস্তাব করা হয়েছে।

অন্যদিকে বাজেটে মধ্যমস্তর, উচ্চস্তর এবং প্রিমিয়াম বা অতিউচ্চ স্তরের দাম যথাক্রমে ৪.৪৮ শতাংশ, ৬.১৯ শতাংশ এবং ৬.৬৭ শতাংশ বাড়ানোর পাশাপাশি সম্পূরক শুল্ক ০.৫ শতাংশ বাড়ানো হয়েছে। জর্দা ও গুলের ক্ষেত্রে দাম যথাক্রমে ৬.৬৭ শতাংশ ও ৮.৭ শতাংশ বাড়ানো হয়েছে এবং উভয় ক্ষেত্রেই সম্পূরক শুল্ক অপরিবর্তিত রাখা হয়েছে।