ঢাকাশুক্রবার, ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপের জন্য টাইগারদের শুভকামনা জানালেন ব্রিটিশ হাইকমিশনার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুন ৭, ২০২৪ ১১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়া ২০ দলের মধ্যে ১৮ দলই কমপক্ষে একটি করে ম্যাচ খেলেছে। মাঠে নামতে বাকি শুধু বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শনিবার (৮ জুন) ভোরে ফুরাবে এই অপেক্ষা। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায়।

এদিকে টাইগাররা বিশ্বকাপে মাঠে নামার আগে পুরো দলকে শুভকামনা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় এ শুভকামনা জানান তিনি।

ভিডিওতে সারাহ কুক বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে শুভকামনা। সেসময় তাকে টাইগারদের জার্সি পড়ে থাকতে দেখা যায়।

উল্লেখ্য, এবারের বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে খেলছে বাংলাদেশ। লঙ্কারনরা ছাড়াও গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপাল। গ্রুপের দুটি দল উঠবে পরের রাউন্ড সুপার এইটে।