ঢাকাবৃহস্পতিবার, ২৫শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হিলি স্থলবন্দর দিয়ে ফের পেঁয়াজ আমদানি শুরু

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুন ৪, ২০২৪ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

লোকসান আশঙ্কায় ২০ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ফের ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। দেশের বাজারে দেশীয় পেঁয়াজের দাম বাড়ায় আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার বিকেলে ভারতীয় ৩৩ টন পেঁয়াজবোঝাই দুটি ট্রাক হিলি বন্দরের প্রবেশের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। দুটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব পেঁয়াজ আমদানি করেছে বলে জানা গেছে।

আমদানিকারক প্রতিষ্ঠানের সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধি মাহাবুব হোসেন জানান, দেশের বাজারে হঠাৎ দেশীয় পেঁয়াজের কেজি ৮০ টাকা হওয়ায় বাজার নিয়ন্ত্রণ রাখতে মঙ্গলবার থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। লোকসান হওয়ায় গত ২০ দিন ধরে আমদানি বন্ধ থাকে। যদি বাজারে পেঁয়াজের দাম ভাল পাওয়া যায়, তাহলে ঈদের আগে আমদানি আরো বাড়বে।