ঢাকাশুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বারানসীতে টানা তৃতীয় জয় মোদির

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুন ৪, ২০২৪ ১০:২৮ অপরাহ্ণ
Link Copied!

উত্তরপ্রদেশের মন্দিরের শহর বলে পরিচিত বারানসীতে জয়ী হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিকটতম প্রার্থী কংগ্রেস নেতা অজয় রায়কে দুই লাখেরও বেশি ভোটের ব্যাবধানে পরাজিত করেছেন তিনি।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নরেন্দ্র মোদির প্রাপ্ত ভোটের সংখ্যা ৬ লাখ ৯২ হাজার ১৭০ ভোট পেয়েছেন মোদি, যা ওই আসনের মোট ভোটের ৫৪ দশমিক ২৭ শতাংশ। অন্যদিকে, অজয় রায় পেয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৪৫৭ ভোট।

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাট থেকে উঠে আসা নরেন্দ্র মোদি ২০১৪ সালের আগ পর্যন্ত নিজ রাজ্যে নির্বাচনী প্রার্থী হতেন। ২০১৪ সালের নির্বাচনে প্রথমবারের মতো বারানসীতে প্রার্থী হয়ে জয়ী হন। পরে ২০১৯ সালের নির্বাচনেও বিপুল ভোটে জয় পান তিনি। এবার তৃতীয়বারের মতো এই আসনে জিতলেন মোদি।

বারানসীতে অবশ্য ১৯৯১ সাল থেকে জয় পেয়ে আসছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মাঝে ২০০৪ সালে প্রথা ভেঙে সেখানে জয়ী হয়েছিল কংগ্রেস। এরপর ২০০৯ সাল থেকে ফের সেই আসন গেছে বিজেপির দখলে।

টাইমস অব ইন্ডিয়ার সর্বশেষ তথ্য অনুসারে, প্রাথমিক ফলাফলে ২৯০ আসনে এগিয়ে বিজেপির নেতৃত্বাধীন জোট ‘এনডিএ’। অন্যদিকে, কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ‘ইন্ডিয়া’ এখন পর্যন্ত এগিয়ে ২৩৫ আসনে। সরকার গঠনের জন্য দরকার ২৭২ আসন।