আগামী ৯ জুন নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ আসরের লড়াইয়ে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ম্যাচ ঘিরে হামলার হুমকি দিয়েছে একটি কট্টরপন্থী গোষ্ঠী। সবধরণের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সতর্ক আইসিসি ও নিউইয়র্ক প্রশাসন। হুমকি পাওয়ার পর নিউইয়র্কের ভেন্যুটির সকল ম্যাচের নিরাপত্তা বাড়ানো হয়েছে। নিযুক্ত করা হয়েছে পুলিশের বিশেষ স্নাইপারদেরও।
নাসাউ কাউন্টি পুলিশ বিভাগ লং আইল্যান্ডের মাঠে ৩-১২ জুনের মধ্যে অনুষ্ঠিত ম্যাচগুলোতে কোনো অনাকাঙ্খিত ঘটনা ছাড়াই শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করতে বিশাল অভিযান পরিচালনা করছে, বিবিসি এমনটাই জানিয়েছে।
আইএস-পন্থী গোষ্ঠীর নাশকতা ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থায় রাখা হয়েছে বিশেষজ্ঞ স্নাইপার সহ সোয়াট টিম। সাধারণ পোশাকের পুলিশ অফিসাররাও মাঠের অভ্যন্তরে কাজ করবেন। চারটি ড্রপ-ইন পিচ মাদকদ্রব্য বিভাগের অফিসারদের দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে, যারা তাদের নিয়মিত দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছে বিশ্বকাপ ইস্যুতে।
নিরাপত্তা ব্যবস্থায় বিশেষজ্ঞ স্নাইপারদের নিয়ে নিয়োজিত থাকবে সোয়াট টিম। এছাড়া মাঠের ভেতরে সাধারণ পোশাকে থাকবেন পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা। টুর্নামেন্ট নির্বিঘ্নে শেষ করতে নিউইয়র্ক পুলিশ, এফবিআই, হোমল্যান্ড সিকিউরিটি টিম ও অন্যান্য সংস্থার সঙ্গে একযোগে কাজ করছে নাসাউ পুলিশ।
সম্ভাব্য ড্রোন হামলা মোকাবিলায় মাঠে পাশে থাকা পার্কটিতে জনসাধারণের প্রবেশ বন্ধ থাকবে আগামী ৮ দিনের জন্য। খেলা দেখতে আসা দর্শকদের কঠিন নিরাপত্তা বলয় পাড়ি দিয়ে স্টেডিয়ামে ঢুকতে হবে। যেমনটা এয়ারপোর্টে করা হয়ে থাকে।
নিউইয়র্কের সদ্য তৈরি হওয়া ৩৪ দর্শক আসনের স্টেডিয়ামটিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের আটটি ম্যাচ । প্রথম ম্যাচে এখানে আজ মুখোমুখি শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে দক্ষিণ আফ্রিকা। দুই চিরপ্রতিন্দ্বন্দ্বী ভারত-পাকিস্তানের লড়াইও এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। শেষ ম্যাচটি মাঠে গড়াবে আগামী ১২ জুন। এর আগে আগামী ১০ জুন এ মাঠে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা।