ঢাকাবৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অর্থ আত্মসাত মামলায় ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১২ জুন

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুন ২, ২০২৪ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার চার্জ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানি শেষে এ বিষয়ে আগামী ১২ জুন আদেশে দিন ধার্য করেছেন আদালত।

রোববার (২ জুন) ঢাকার বিশেষ জজ আদালতের-৪ বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালতে এ মামলার শুনানি হয়।

এর আগে, রোববার সকাল সাড়ে দশটার দিকে হাজিরা দিতে আদালতে পৌঁছান শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস। তখন তার আইনজীবীরা জানান, দুদকের মামলায় ড. ইউনূসসহ অন্য অসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে। তাই তিনি আদালতে হাজিরা দিতে এসেছেন। ড. ইউনূসের পক্ষে মামলা বাতিলের আবেদন করা হয়েছে বলেও জানান তারা।

প্রসঙ্গত, গত ২ মে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনকে জামিন দেন আদালত। পাশাপাশি তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে রোববার (২ জুন) শুনানির দিন ধার্য করেন।