ঢাকাবুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আসলে আমাদের দেশটাকে ভালোবাসছে কে : হানিফ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ২৫, ২০২৪ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, কিছু মানুষের কথা-কাজে পাকিস্তান প্রেম দেখা যায়। আবার কিছু মানুষের মাঝে আমাদের পাশের দেশের (ভারত) প্রতি প্রেমের আবেগটা রক্ষিত রাখতে দেখা যায়। আসলে আমাদের দেশটাকে ভালোবাসছে কে? এত ত্যাগের বিনিময়ে আমাদের দেশ, আমাদের দেশের প্রতি টানটা কোথায়?

আজ শনিবার (২৫ মে) রমনার আইইবি মিলনায়তনে বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি সংসদ কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধার্ঘ সভায় এমন প্রশ্ন রাখেন তিনি।

মাহবুবউল আলম হানিফ বলেন, কিছু মানুষের কথা কাজে পাকিস্তানে যে আমরা ছিলাম সে বহিঃপ্রকাশ এখনো দেখা যায়। এই স্বাধীন দেশে বাস করে এখনো তাদের মাঝে পাকিস্তান প্রেম দেখা যায়। কিছু মানুষ পাকিস্তানকে এখনো তাদের প্রেমের জায়গায় রেখেছে। আবার কিছু মানুষের মাঝে আমাদের পাশের দেশের প্রতি এখনো প্রেমের আবেগটা রক্ষিত আছে দেখা যায়। আমাদের দেশটাকে ভালোবাসছে কে?

সকলের প্রতি অনুরোধ রেখে হানিফ বলেন, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে এই দেশটাকে আমরা ভালোবাসি। আমাদের প্রেম, আমাদের ভালোবাসা, আমাদের আবেগ সব কিছুই হোক আমাদের দেশকে কেন্দ্র করে। দেশ ছাড়া আমাদের অন্য কারো প্রতি প্রেম-ভালোবাসা থাকতে পারে না। আমাদের তাই হোক আজকের অঙ্গীকার।

অনুষ্ঠানে কেপিআর (খুদে প্রতিভার রাজ্য) চিত্রশিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন মাহবুবউল আলম হানিফ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো ভিসি অধ্যাপক মো. শাহিনুর রহমান।