তিন মাস পর সরকারের টাকা ফুরিয়ে যাবে, চালও আমদানি করতে পারবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহামুদুর রহমান মান্না। বললেন, দেশের রিজার্ভ যা রয়েছে, তা দিয়ে বিদ্যুতের বকেয়া ও বিদেশি ঋণ পরিশোধ করলে অবশিষ্ট কিছু থাকবে না।
শনিবার (১১ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত অর্থনৈতিক বিপর্যয় ও কতৃত্ববাদী শাসন বিষয়ক সেমিনারে এ কথা বলেন তিনি।
মাহামুদুর রহমান মান্না বলেন, রিজার্ভ নিয়ে সরকারের চাপাবাজি কমেছে। উন্নয়ন নিয়ে তাদের ফিরিস্তিও কমেছে। মেট্রোরেল, পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ রাস্তা নির্মাণে মত্রারিক্ত অর্থ ব্যয়ের মাধ্যমে লুটপাট করছে সরকার।
বেক্সিমকোকে ঋণ খেলাপি উল্লেখ করে তাদের বেশি বেশি ঋণ দেয়ার সমালোচনা করেন নাগরিক ঐক্যের সভাপতি।