ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের বর্বরোচিত হামলা বন্ধে যুদ্ধবিরতির আলোচনা কোনও ধরনের চুক্তি ছাড়াই শেষ হয়েছে। এদিকে, ইসরায়েলি বাহিনী সীমান্তবর্তী রাফাহ অঞ্চলে নতুন করে বোমা হামলা শুরু করেছে। শুক্রবার (১০ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার (৯ মে) রাফাহ অঞ্চলে বোমাবর্ষণ করেছে বলে ফিলিস্তিনি বাসিন্দারা জানিয়েছেন। অন্যদিকে রাফাহতে হামলা করলে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করার যে হুমকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দিয়েছেন তা নাকচ করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
প্রতিবেদনে আরও বলা হয়, একজন সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা বৃহস্পতিবার রাতে জানিয়েছেন, গাজায় সংঘাত থামাতে মিশরের মধ্যস্থতায় কায়রোতে চলমান পরোক্ষ আলোচনার সবশেষ দফা শেষ হওয়া সত্বেও ইসরায়েল পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাফাহ এবং গাজা উপত্যকার অন্যান্য অংশে তাদের অভিযান চালিয়ে যাবে।