ঢাকাবুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ধান কাটার মৌসুম ও বৃষ্টির কারণে ভোট পড়ার হার কম ছিল : ইসি আলমগীর

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ৯, ২০২৪ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ভোট পড়েছে ৩৬.১ শতাংশ। জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। বৃহস্পতিবার (৯ মে) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

তিনি বলেন, জয়পুরহাটের ক্ষেতলালে সর্বোচ্চ ৭৩.১৬ শতাংশ ভোট পড়েছে। আর সবচেয়ে কম পড়েছে কুষ্টিয়া সদর, বগুড়ার সোনাতলা ও চট্টগ্রামের মিরসরাইয়ে ১৭ শতাংশ।

কমিশনার আলমগীর বলেন, নির্বাচনে ছোটখাটো ৩৭ টি ঘটনা ঘটেছে। এসব ত্রুটিকে বড় করে দেখার সুযোগ নেই। বিএনপি নির্বাচনে অংশ নেয়নি। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী কম ছিল। সঙ্গে ধান কাটা এবং বৃষ্টির কারণে অনেক জায়গায় ভোট পড়ার হার কম বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, বার্তা ছিল ভোট সুষ্ঠু হতে হবে৷ নিজের ভোট নিজে দেবে। জালভোট হলে কঠিন শাস্তি। আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি করা যাবে না। এমন বার্তায় এবারের ভোট ভালো হয়েছে।