ঢাকারবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলি অর্থায়ন গ্রহণে অস্বীকৃতি আয়ারল্যান্ডের ট্রিনিটি কলেজের

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ৯, ২০২৪ ১২:১৬ অপরাহ্ণ
Link Copied!

ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভের জেরে ইসরায়েলি কোম্পানির দেয়া অর্থায়ন গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে আয়ারল্যান্ডের ট্রিনিটি কলেজ। বুধবার (৮ মে) কলেজ কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম নিউইয়র্ক টাইমস।

এক বিবৃতিতে কলেজ কর্তৃপক্ষ জানায়, আন্দোলনকারীদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। এরপরই ইসরায়েলি প্রতিষ্ঠান থেকে অর্থায়ন গ্রহণ বন্ধের ঘোষণা দেয়। এ ঘটনার পর বুধবার সন্ধ্যায় ডাবলিনের কলেজটিতে পাঁচ দিন ধরে চলা প্রতিবাদ শিবির গুটিয়ে নেয় গাজার যুদ্ধের বিরোধিতাকারী শিক্ষার্থীরা।

এদিকে, গবেষনা খাতে ইসরায়েলি কোম্পানির অর্থায়ন বন্ধের দাবিতে আন্দোলন হচ্ছে ইউরোপের অন্যান্য দেশেও। নেদারল্যান্ডসে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে এখনও সক্রিয় দাঙ্গা পুলিশ। পাশাপাশি, আটকও করা হয়েছে অনেক আন্দোলনকারীকে। ফ্রান্স, ব্রিটেন, গ্রিস, স্পেনেও হচ্ছে আন্দোলন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও চলছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ।