ঢাকাবৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘জালিয়াতির’ উপজেলা নির্বাচনে ভোট দিতে যাবে না জনগণ : রিজভী

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ৭, ২০২৪ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

৬ষ্ঠ উপজেলা নির্বাচনকে ‘জালিয়াতির ভোট’ আখ্যা দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ দাবি করেছেন, এবারের উপজেলা নির্বাচনের প্রথম ধাপে আগামীকাল বুধবার যে ১৪১টি উপজেলা পরিষদে ভোটগ্রহণ করা হবে, তাতে জনগণ ভোট দিতে যাবে না।

উপজেলা নির্বাচন বর্জনের দাবিতে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে মঙ্গলবার (৭ মে) সকালে রাজধানীর বনানী এলাকায় লিফলেট বিতরণকালে তিনি এ দাবি করেন। বনানী কবরস্থান থেকে এয়ারপোর্ট রোড পর্যন্ত এ সময় লিফলেট বিতরণ করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, অবৈধভাবে জনগণের সম্পদ লুটপাট করতেই বারবার ডামি ও প্রহসনের নির্বাচন করতে চাচ্ছে সরকার। একেকজন উপজেলা চেয়ারম্যান শত বিঘা সম্পদের মালিক। তাদের আয় বেড়েছে ১২শ’ থেকে ১৮শ’ গুণ।

বিএনপির এ নেতা আরও বলেন, ডামি-প্রতারণার নির্বাচনে জনগণ নেই। আওয়ামী নেতাদের কথায় জনগণ সাড়া দিচ্ছে না।