ঢাকাশনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আবহাওয়ার পূর্বাভাসের ৫টি রাডারের ৪টিই মেয়াদোত্তীর্ণ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ৬, ২০২৪ ১১:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

দেশে আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য পাঁচটি রাডার আছে। তার মধ্যে চারটি রাডারই মেয়াদোত্তীর্ণ। বিষয়টি নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর। তবে এসব রাডার দিয়ে আবহাওয়ার পূর্বাভাস দেয়া হয় না বলে তারা দাবি করেছেন। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়ার আপডেট তথ্য পাওয়ার ক্ষেত্রে রাডার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জবাবদিহিতা না থাকার কারণে রাডার নিয়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ ও তথ্য বিশ্লেষণের জন্য বিশ্বজুড়েই অন্যতম একটি মাধ্যম রাডার। যাতে বৃষ্টিপাতসহ আবহাওয়ার নিখুঁত তথ্য অন্তত ৬ ঘণ্টা আগে জানা যায়। ঢাকা, রংপুরসহ ৫টি স্থানে রয়েছে ৫টি রাডার। তবে ঢাকা ছাড়া বাকি চারটি রাডারের মেয়াদ শেষ হয়েছে। স্পেয়ার পার্টস দিয়ে খুড়িয়ে খুড়িয়ে চলছে সেগুলোর কার্যক্রম।

এ বিষয়ে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, বর্তমানে স্পেয়ার পার্টস দিয়ে চালানো হচ্ছে। মেয়াদোত্তীর্ণ হলেও রাডারগুলো চলে। রাডার দিয়ে ফোরকাস্ট হয় না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ বলছে, আবহাওয়া অফিসের তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় আডিএমভিএস পরিচালক  ড. মোহাম্মদ মনিরুজ্জামান খান বলেন, আর্থিক সক্ষমতার জন্য নয়, এটা অন্য কারণে নাই। মূলত দায়িত্বজ্ঞানহীনতা বা জবাবদিহিতা না থাকা।

আবহাওয়া অধিদপ্তরের দাবি, রাডারের মাধ্যমে কোনো পূর্বাভাস দেয়া হয় না। তারা জানান, সোমবার থেকে পরবর্তী এক সপ্তাহ সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হবে। বজ্রসহ বৃষ্টিপাতের শঙ্কা থাকায় সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।