ঢাকাবৃহস্পতিবার, ২৫শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশকে ১৩৯ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ৫, ২০২৪ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

দ্বিতীয় টি- টোয়েন্টি ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে ১৩৯ রানের টার্গেট দিয়েছে জিম্বাবুয়ে। রোববার চট্টগ্রামে টসে হেরে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৮ রান করে।  

দলীয় ১৫ রানের সময় জিম্বাবুয়ের ওপেনার মারুমানি (২) আউট হন তাসকিন আহমেদের বলে এলবিডব্লিউ হয়ে। এরপর দলীয় ৪২ রানের মধ্যে আরও ৪টি উইকেটের পতন ঘটে তাদের। জয়লর্ড গাম্বি ১৭, অধিনায়ক সিকান্দার রাজা ৩, ক্লাইভ মাদান্দি শুন্য এবং ক্রেইগ এরভিন ১৩ রানে ফিরে যান।

তখন মনে হচ্ছিল, তারা ইনিংস খুব বেশি বড় করতে পারবে না। কিন্তু ষষ্ঠ জুটিতে ব্রায়ান ব্যানেট ও জোনাথান ক্যাম্পবেল ৭৩ রান যোগ করলে লড়াই করার মতো পুঁজি পায় জিম্বাবুয়ে দল। ব্যানেট ২৯ বলে ৪৪ এবং ক্যাম্পেবেল ২৪ বলে ৪৫ রান করেন।

বাংলাদেশ দলের তাসকিন ও রিশাদ হোসেন ২টি করে এবং শরিফুল ইসলাম,মেহেদি হাসান ও সাইফউদ্দিন ১টি করে উইকেট পান

এটা দুই দলের ২২তম টে-টোয়েন্টি লড়াই। আগের ২১ ম্যাচে বাংলাদেশ ১৪টিতে এবং জিম্বাবুয়ে ৭টিতে জয়লাভ করে।