ঢাকাবৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দ্বিপাক্ষিক বৈঠকে থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনা

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ২৬, ২০২৪ ১২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

স্রেথা থাভিসিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৬ এপ্রিল) সকালে তিনি গভর্নমেন্ট হাউজে পৌঁছান। এ সময় থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

এ সময় বাংলাদেশের সরকার প্রধানকে লালগালিচা সংবর্ধনা এবং ও গার্ড অব অনার প্রদান করা হয়। এই বৈঠকে, পাঁচ চুক্তিসহ একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা। তাছাড়া, দু’দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির জন্য একটি আগ্রহপত্র বা লেটার অব ইনটেন্ট স্বাক্ষর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ ও থাইল্যান্ডের সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত একটি চুক্তিও রয়েছে তালিকায়। গুরুত্ব পাবে সমঝোতা স্মারকগুলোও। সমঝোতা হতে পারে- শক্তি সহযোগিতা, সম্পর্ক সম্প্রসারণ, পর্যটন খাতে সহযোগিতা এবং শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতার মতো ইস্যুগুলো।

এছাড়াও আজ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেত্থা থাভিসিনের আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বুধবার (২৪ এপ্রিল) বাংলাদেশের প্রধানমন্ত্রী, থাই প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে থাইল্যান্ডে পৌঁছান।