ঢাকাবৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন ভিত্তিহীন : সেহেলী সাবরীন

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ২৬, ২০২৪ ১২:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এক প্রতিক্রিয়ায় বলেছেন, বিএনপির সহিংসতা ও ভাঙচুরের কোনো উল্লেখ নেই ওই প্রতিবেদনে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।


প্রতিবেদনে বাংলাদেশের অনেক প্রচেষ্টার কথা তুলে ধরা হয়নি অভিযোগ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মানবাধিকার প্রতিবেদনের অনেক তথ্য যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত এনজিও এবং অনির্ভরযোগ্য সূত্র থেকে নেয়া হয়েছে। চলমান প্রবণতার অংশ হিসেবে বিচ্ছিন্ন এবং ভিত্তিহীন অভিযোগ লক্ষ করা গেছে মার্কিন প্রতিবেদনে।


সেহেলী সাবরীন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাষ্ট্রবিরোধী এবং সরকারবিরোধী উপাদানগুলোর মাধ্যমে পরিচালিত সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির বিষয়টি প্রতিবেদনে অনুপস্থিত।


তিনি বলেন, বিএনপি এবং তার রাজনৈতিক মিত্রদের দ্বারা সংঘটিত সহিংসতা ও ভাঙচুরের বিষয়ে কোনো উল্লেখ নেই প্রতিবেদনে।

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, পৃথিবীর কোনো দেশে মানবাধিকার পরিস্থিতি পারফেক্ট নয়। বাংলাদেশ সরকার মানবাধিকার পরিস্থিতি উন্নতি করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজা নির্বাহী আদেশে স্থগিত রয়েছে এবং তিনি কোনো ধরনের ‘গৃহবন্দি’ নন বলেও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।