আগামী রোববার (২৮ এপ্রিল) থেকে দেশের সব স্কুল-কলেজের শ্রেণি কার্যক্রম চালু হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া শিক্ষার ঘাটতি পূরণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শনিবারও ক্লাস চলবে বলেও জানানো হয়।
আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
মন্ত্রণালয়ের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আগামী রোববার থেকে যথারীতি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শ্রেণি কার্যক্রম অব্যাহত থাকবে। তাপমাত্রা সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শ্রেণি কার্যক্রমের যে অংশটুকু শ্রেণিকক্ষের বাইরে পরিচালিত হয় এবং সূর্যের আলোর সংস্পর্শে আসতে হয়, তা সীমিত থাকবে।
উল্লেখ্য, ঈদুল ফিতরসহ বেশ কয়েকটি ছুটির সমন্বয়ে টানা ২৬ দিনের ছুটি শেষে গত ২১ শে এপ্রিল স্কুল-কলেজ খোলার কথা ছিল। তবে দাবদাহের কারণে সেই ছুটি বাড়ানো হয়। ছুটি শেষে ২৮ এপ্রিল স্কুল-কলেজ খুলবে। তাপপ্রবাহ চলমান থাকায় ছুটি বাড়ানোর গুঞ্জন উঠলেও তা বৃদ্ধি করেনি শিক্ষা মন্ত্রণালয়।