ঢাকারবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মেট্রোরেলের চায়না কোম্পানির হাউজের ওয়ার্কশপে ডাকাতি

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ৫, ২০২৪ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর রূপনগর এলাকার বেড়িবাঁধ সড়কের বোট ক্লাবের উল্টোপাশে মেট্রোরেলের কাজে নিয়োজিত চায়না সিনো হাইড্রো কোম্পানির ওয়ার্কশপে ডাকাতির ঘটনায় তিন দিন পেরিয়ে গেলেও কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। গত মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যার পর সেখানে কর্মচারীদের বেঁধে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় রূপনগর থানায় একটি মামলা হয়েছে। সেই মামলার তদন্ত করছে পুলিশ।

শুক্রবার (৫ এপ্রিল) সন্ধ্যায় রূপনগর থানার ওসি জানে আলম বলেন, বিষয়টি আমরা তদন্ত করছি। আর মেট্রোরেলের ওয়ার্কশপে ডাকাতি হয়নি। ডাকাতি হয়েছে মূলত একটি চায়না কোম্পানির হাউজে। তবে কে বা কারা ডাকাতি করেছে তা আমরা খতিয়ে দেখছি। এখনো কাউকে শনাক্ত বা আটক করা যায়নি।

মামলার এজাহারে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আট থেকে ১০ জনের একটি দল ছুরি, চাপাতি ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে ওয়ার্কশপে ঢুকে পড়ে। এ সময় ওয়ার্কশপটিতে ১০ জন কর্মী ছিলেন। একপর্যায়ে দুর্বৃত্তরা সেখানকার নিরাপত্তারক্ষী ও শ্রমিকদের বেঁধে ফেলে। সেখানে থাকা আনুমানিক এক লাখ ১০ হাজার টাকা লুটে নেয় তারা। এছাড়া ওয়ার্কশপের ভেতর থাকা মালপত্রও নিয়ে যায়।

এ ঘটনার পর কোন থানায় মামলা হবে তা নিয়ে দুই থানার মধ্যে ঠেলাঠেলি শুরু হয়। শেষমেষ রূপনগর থানা মামলা নেয়। কিন্তু গত তিন দিনেও এই মামলার কোনো অগ্রগতি হয়নি। কাউকে আটক করতে পারেনি পুলিশ।