ঢাকারবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারতীয় পণ্য বর্জনের ডাক দু দেশের সম্পর্ক নষ্ট করতে পারবে না : নয়াদিল্লি

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
এপ্রিল ৫, ২০২৪ ১২:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

ভারত-বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীর এবং শক্তিশালী। বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের ডাক দু’দেশের সম্পর্কের গভীরতা নষ্ট করতে পারবে না বলে জানিয়েছে নয়াদিল্লি। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। 

তিনি বলেন, দু’দেশের সম্পর্কের ব্যপ্তি অত্যন্ত গভীর এবং অত্যন্ত শক্তিশালী। অর্থনীতির সর্বত্র এর ব্যাপ্তি। বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন, যোগাযোগ– সব ক্ষেত্রেই সম্পর্ক ছড়িয়ে পড়েছে। মানুষের সঙ্গে মানুষের যোগাযোগও বেড়ে চলেছে। জীবনের এমন কোনো দিক নেই, যেখানে দু’দেশের সম্পর্কের ছোঁয়া পাওয়া যাবে না। তিনি বলেন, এই সম্পর্ক প্রাণবন্ত। দু’দেশের এই সম্পর্ক আগামী দিনেও এমনই থাকবে।

বাংলাদেশের বিরোধী দলের শীর্ষস্থানীয় বেশকিছু নেতা ভারতীয় পণ্য বর্জনের কর্মসূচিকে খোলাখুলি সমর্থন জানিয়েছেন। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে বাংলাদেশের সঙ্গে কোনো রকম আলোচনা হয়েছে কিনা কিংবা বয়কটের জেরে ভারতীয় অন্য রপ্তানির ক্ষেত্রে ঘাটতি তৈরি হয়েছে কিনা– এমন প্রশ্নের কোনো উত্তর দেননি মুখপাত্র রণধীর জয়সোয়াল। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র এটা নিশ্চিত করেছে, ভারত বাংলাদেশে তাদের পণ্য বয়কটের বিষয়টি আমলেই নিচ্ছে না।