ঢাকাশুক্রবার, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নানা আয়োজনে ১৭ মার্চ উদযাপন করল হারপাড়া উচ্চ বিদ্যালয়

admin
মার্চ ১৮, ২০২৪ ১১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মোহাম্মদ আনোয়ার আজম, চট্টগ্রাম: চট্টগ্রাম রাউজান উপজেলার হারপাড়া উচ্চ বিদ্যালয়ে বংগবন্ধু’র ১০৪ তম জন্মবার্ষিকী ও শিশু কিশোর দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা ও আলোচনা সভা গত ১৭ই মার্চ সোমবার সকাল ১১-টায় বিদ্যালয় অডিটোরিয়ামে প্রধান শিক্ষক আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি’র বক্তৃতায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি মোহাম্মদ শফিউল আলম বলেন,বঙ্গবন্ধু’র আন্দোলন সংগ্রামের সোনালী ইতিহাস শিক্ষার্থীদের মাঝে উপস্থাপন করে তাদের কে জাতির জনকের আদর্শে উজ্জীবীত করতে পারলেই বংগবন্ধু’র স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত করা যাবে।

শিক্ষক দীপংকর দেবনাথের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক নসরুল্লাহ চৌধুরী বক্তব্য রাখেন অভিভাবক সদস্য সাজ্জাদ শাহ মফিজুর রহমান জিন্নাত আরা বেগম সহকারী প্রধান শিক্ষক কফিল উদ্দিন চৌধুরী শিবু প্রসাদ দে, সাধন কান্তি পাল, উর্মিকনা বড়ুয়া, হুমায়ুন আলী তালুকদার, জগদীশ চন্দ্র দে, উর্মি দেবী লক্ষীকান্ত দাশ জয়, মেহনাজ তাবাছুম ঈশিতা, কাজী আকলিমা নূর প্রমূখ। পরিশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।