ঢাকাবৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ৪, ২০২৪ ১২:১১ পূর্বাহ্ণ
Link Copied!

চলতি মাসের শুরুতেই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরে বড় উত্থান ঘটেছে। ইতোমধ্যে ধাতুটির দাম গত ২ মাসের মধ্যে সর্বোচ্চ স্তরে উঠেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে সিএনবিসি।

 

সিএনবিসি প্রতিবেদনে বলা হয়, আগামী জুনে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার কমানোর সম্ভাবনা জোরালো হয়েছে। এর প্রেক্ষিতে মার্কিন মুদ্রা ডলারের মান কমেছে।

শুক্রবার (১ মার্চ) স্পট মার্কেটে স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে ২ দশমিক ১ শতাংশ। প্রতি আউন্সের দাম হয়েছে ২০৮৬ ডলার ২১ সেন্ট। গত বছরের ডিসেম্বরের পর যা সবচেয়ে বেশি। এটা দুই মাসের মধ্যে সর্বোচ্চ দাম।

এর আগে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) আউন্সপ্রতি স্বর্ণের দাম নিষ্পত্তি হয়েছিল ২০৪৬ ডলার ২৯ সেন্টে। অর্থাৎ ১ দিনের ব্যবধানে আউন্সে দর ঊর্ধ্বগামী হয়েছে প্রায় ৪০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ হাজার ৫০০ টাকা। এ নিয়ে টানা ২ সপ্তাহ বেঞ্চমার্কটির দর বাড়ল।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান টিডি সিকিউরিটিজের পণ্য কৌশলের প্রধান বার্ট মেলেক বলেন, বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। চলমান বছরের মাঝামাঝিতে সুদের হার কমাতে পারে ফেড। এমন পরিস্থিতিতে ডলার সূচক এবং ট্রেজারি বন্ড ইল্ড নিম্নগামী হয়েছে। ফলে আগামী ৩ থেকে ৪ মাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে স্বর্ণের দর।