ঢাকাবৃহস্পতিবার, ২৫শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গৃহস্থালি যন্ত্রে দুই কোটি টাকার স্বর্ণ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ২, ২০২৪ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর ব্যাগ থেকে গৃহস্থালি কাজে ব্যবহৃত যন্ত্রের ভেতর লুকানো দুই কোটি টাকার স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর। এ ঘটনায় আটক আছেন ওই দুই যাত্রী।

শনিবার (২ মার্চ) সকাল সাড়ে ছয়টার একটি ফ্লাইটে শারজাহ থেকে চট্টগ্রামে আসেন তারা। পরে তাদের ব্যাগ তল্লাশি করে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

আটক দুই যাত্রী হলেন— পটিয়ার সিরাজুল ইসলামের ছেলে মো. শফিকুল ইসলাম, হাটহাজারীর মো. সোলাইমানের ছেলে মো. মোরশেদ।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ কমান্ডার তাসলিম আহমেদ জানান, শনিবারে ভোরে শারজাহ থেকে আসা  g9 526 ফ্লাইটে চট্টগ্রামে আসেন ওই দুই যাত্রী। যথারীতি কাস্টম স্ক্যানিংয়ের পর শুল্ক গোয়েন্দা এবং এনএসআই যৌথ উদ্যোগে চট্টগ্রামের পটিয়ার সিরাজুল ইসলামের ছেলে মো. শফিকুল ইসলামের ব্যাগেজ তল্লাশি করে একটি গৃহস্থালি যন্ত্রের ভেতর  ১ কেজি ১১৪ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। যার আনুমানিক মূল্য এক কোটি টাকা।

একই ফ্লাইটে আসা হাটহাজারীর মো. সোলাইমানের ছেলে মো. মোরশেদের আনা আরেকটি গৃহস্থালি যন্ত্রে আরো ১ কেজি ১১৪ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি টাকা।