ঢাকারবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বেইলি রোডে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ১১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর বেইলি রোডের কাচ্ছি ভাই ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বেইলি রোডের কেএফসি ভবনে আগুন লাগার খবর আসে রাত ৯টা ৫০ মিনিটে। খবর পেয়ে প্রথমে চার ইউনিট, পরে আরও চারটি ইউনিট পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে মোট ৮ ইউনিট।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ভবনটিতে পিজ্জা ইন, স্ট্রিট ওভেন, খানাসসহ আরও রেস্টরেন্ট রয়েছে। এছাড়া ইলিয়েন, ক্লোজেস্ট ক্লাউডসহ পোশাকের জনপ্রিয় দোকানও রয়েছে।
 
এদিকে ভবনের ভেতর অনেকে আটকা পড়েছে বলে ধারণা করছেন পথচারী, স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা। অনেককে ভবনের কাঁচ ভেঙে বের করতেও দেখা গেছে। এছাড়া আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরও হতাহতের আশঙ্কা করছে ফায়ার সার্ভি স।