ঢাকারবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে অনিয়ম হলে কমিশন হয়ে যাবে আজরাইল : ইসি আলমগীর

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ১২:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে কোনো অনিয়ম হলে নির্বাচন কমিশনের ভূমিকা আজরাইলের মতো হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।

 

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ‘সব প্রার্থীর সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। তবে তিনি যদি অন্যায় করেন, তাহলে সেখানে কিন্তু একেবারে আজরাইল, একেবারে কঠিন হয়ে যাব। তিনি প্রার্থী কিংবা যেই হন। আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন হতে হবে।’


এসময় প্রার্থীরা ইভিএম নিয়ে নানা শঙ্কার কথা জানান। জবাবে ইসি আলমগীর বলেন, ‘ময়মনসিংহ সিটি নির্বাচনে কমিশন ইভিএম ব্যবহারে সিদ্ধান্ত নিয়েছে। ইভিএমের মাধ্যমে ভোট প্রদান সহজ ও নির্ভরযোগ্য। এ মেশিনের মাধ্যমে জাল ভোট দেয়া সম্ভব নয় এবং একই সঙ্গে কোনভাবে একজনের ভোট অন্যজনের পক্ষে যাওয়ার সুযোগ নেই। দেশ ডিজিটাল হচ্ছে, কারও পিছিয়ে থাকার সুযোগ নেই। ইভিএম পদ্ধতির সঙ্গে মানিয়ে নিতে হবে।’


এসময় হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘নির্বাচনে কোনো গোজামিল, জাল ভোট দেয়ার সুযোগ নেই। ভোট হবে ইভিএমে। তারপরও কেউ যেন কোনো বিশৃঙ্খলা করতে না পারে। প্রশাসনের কারও বিরুদ্ধে যেন পক্ষপাতিত্বের অভিযোগ না শুনি; এবং প্রার্থীরাও যেন নিজেদের সুনাম অক্ষুণ্ণ রাখেন- সেটাই আশা করি।’

বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, রিটার্নিং অফিসার মো. বেলায়েত হোসেন চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।