ঢাকাশুক্রবার, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ওবায়দুল কাদের বিএনপির বিকল্প স্থায়ী কমিটির সদস্য কিনা : রিজভী

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কী বিএনপির বিকল্প স্থায়ী কমিটির সদস্য কিনা যে, তিনি আগে থেকেই বলে দেন বিদেশিদের নালিশ করা হচ্ছে! তারা কী বৈঠকের সময় কোনো ডিভাইস রেখে দেন কী যে, আলোচনা হচ্ছে তা শোনার জন্য- এমন প্রশ্ন রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

 

রিজভী বলেন, সরকার তাদের ব্যর্থতা ঢাকতে বিএনপির ওপর দায় চাপানো এটা তাদের পুরনো অভ্যাস। বাজার নিয়ন্ত্রণে তারা ব্যর্থ। সিন্ডেকেট নিয়ন্ত্রণ না করে, উল্টো সরকার অভিযোগ করছে বিএনপির ওপর৷
 
রুহুল কবির রিজভী বলেন, রমজানে সাধারণ মানুষ স্বস্তি চাইলেও উল্টো বিদ্যুতের দাম বৃদ্ধির পাঁয়তারার পাশাপাশি, দ্রব্যমূল্যের দাম দফায় দফায় বাড়াচ্ছে। চিনি ও খেজুরের দাম কমানোর ঘোষণার পরও, তা না হয়ে উল্টো বাড়ছে দাম। সরকার তাদের ব্যর্থতা ঢাকতে বিএনপির ওপর দায় চাপানো এটা পুরনো অভ্যাস। এ সময় মুন্সিগঞ্জে ঋণের টাকা শোধ করতে না পারায় তিন সন্তান নিয়ে এক মায়ের আত্মহত্যার কথা উল্লেখ করে তিনি বলেন, এ হত্যার দায় সরকার এড়াতে পারে না।
 
পিলখানা হত্যাকাণ্ড নিয়ে রিজভী বলেন, পিলখানা হত্যাকাণ্ডের ১৫বছর পরও বিএনপির ওপর দায় চাপিয়ে, গুরুত্বপূর্ণ বিষয়ে মিথ্যাচার করছে ক্ষমতাসীনরা। লে. জে. মঈনুল ইসলাম (বিডিআরের সাবেক ডিজি ) তিনি গতকালকে একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে বলেছেন আওয়ামী লীগ গ্রামের মেয়েদের মত ঝগড়া করছে। বরাবরের মতই ১৫ বছর পর বিএনপির উপর দায় চাপাচ্ছে। মঈনুলের বক্তব্যে উঠে এসেছে, রাজনৈতিক দলের নেতারা (সাবেক বিডিআর) বিদ্রোহের সঙ্গে জড়িত ছিলেন। যারা জয়বাংলা স্লোগান দিয়েছিলেন। বিদ্রোহের ঘটনা কোনোভাবেই ধামাচাপা দেয়া যাবে না। তার বক্তব্যে প্রমাণ হয়, আওয়ামী লীগ ঠান্ডা মাথায় সুপরিকল্পিতভাবে ৫৭জন চৌকষ সেনা কর্মকর্তাদের হত্যা করেছে। তাদের সহযোগিতা করেছে বিদেশি প্রভুরা।
বিএনপির বিদেশিদের কাছে নালিশ করছেন-ক্ষমতাসীনদের এমন অভিযোগ নিয়ে কী বলবেন?
 সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, ২০০১-২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারকে নিয়ে আওয়ামী লীগ প্রতিনিয়ত নালিশ করেছে বিদেশিদের কাছে। এটা তাদের পুরানা অভ্যাস। তিনি পাল্টা প্রশ্ন রাখেন, ওবায়দুল কাদের কী বিএনপির বিকল্প স্থায়ী কমিটির সদস্য কিনা যে, তিনি আগে থেকেই বলে দেন বিদেশিদের নালিশ করা হচ্ছে! তারা কী বৈঠকের সময় কোনো ডিভাইস রেখে দেন কী, যা আলোচনা হচ্ছে, তা শোনার জন্য?
প্রশ্ন: উপজেলা নির্বাচনে না গেলে খেসারাত দিতে হবে বিএনপিকে-ক্ষমতাসীনদের এমন বক্তব্যের কী জবাব দেবেন?
 
রিজভী বলেন, আওয়ামী লীগকে খেসারত দিত হয়েছে, তারা জাতীয় বেঈমান হিসেবে পরিচিত জাতির কাছে। বিএনপি নেতাকর্মী সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছেন। যেদিন অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, সেদিন জনগণেরই জয় হবে।