ঢাকারবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাবিতে ৭ম হাল্ট প্রাইজ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৭ম বারের মতো সফলভাবে অনুষ্ঠিত হলো হাল্ট প্রাইজ ২০২৪।

গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনে অনুষ্ঠান হয় হাল্ট গ্র্যান্ড ফিনালে । উদ্ভাবন এবং উদ্যোক্তাদের চূড়ান্ত পরিণতিতে, ২০২৪ সালের জন্য হাল্ট প্রাইজ গ্র্যান্ড ফিনালে অত্যন্ত উৎসাহের সাথে সমাপ্ত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।

হাল্ট প্রাইজ বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রয়াসী বিশ্বের উজ্জ্বল চিন্তাশক্তিগুলো প্রদর্শন করে।  সবাই একটি অভিন্ন লক্ষ্যে একত্রিত হয়েছে: টেকসই সমাধান তৈরি করা যা সামাজিক সমস্যাগুলিকে সামনের দিকে মোকাবেলা করে৷
এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১৫০ টির ও অধিক দল একটি অভিন্ন লক্ষ্যে একত্রিত হয়েছিল যার মধ্য থেকে সেরা ৬ টি দল ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছিল। উক্ত প্রতিযোগিতায় সেরা দলগুলোর মধ্য মধ্যে  বিজয়ী হয়েছে টিম “ভ্যানকুইশার্স” এবং একই সাথে ফার্স্ট রানারআপ – টিম “দি কনকুইরাস”, সেকেন্ড রানারআপ – টিম “ইন্সপায়রিলাস”। তীব্র প্রতিযোগিতা এবং প্রত্যাশার মধ্যে, দলগুলি তাদের যুগান্তকারী ধারণাগুলো তথা স্বাস্থ্যসেবা, শিক্ষা, পরিবেশের স্থিতিশীলতার মতো বিস্তৃত ক্ষেত্রগুলি তুলে ধরেছে।

বিচারকদের সম্মানিত প্যানেলে ছিলেন রিয়েলিস্টার প্রপার্টি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও, এবং জে সি আই রাজশাহী অঞ্চলের প্রেসিডেন্ট সৈয়দ আব্দুল্লাহ শাওন,  স্টার্ট আপের প্রতিষ্ঠাতা এবং রিজিওনাল অপারেশন লিড অফ বিডিআ্যপ্স – মাহির আসিফ, ম্যারিকো বাংলাদেশ এর ট্যালেন্ট ম্যানেজমেন্ট এবং রিওয়ার্ড হেড – মোঃ তাসবিরুল আলম আবির, এবং বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ডঃ  মুহাম্মদ মনিমুল হক,  হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক ডঃ রোকসানা বানু,  ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ডঃ মুহাম্মদ জহিরুল আনিস।

ক্যাম্পাস ডিরেক্টর আব্দুল কাদের জিলানী হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস রাউন্ড 2023-24 সফলভাবে সমাপ্ত করার জন্য সকল আয়োজক ও সমর্থকদের ধন্যবাদ জানান।

উল্লেখযোগ্য স্পনসর এবং অংশীদারদের মধ্যে রয়েছে টাইটেল পার্টনার VRC Study Abroad LTD, এডুকেশন পার্টনার   ‘অ্যাকাডেমি’,স্ট্রাটিজিক পার্টনার ‘মারিকো’,মিডিয়া পার্টনার ” দেশ রূপান্তর”এবং দ্যা বেঙ্গল মিডিয়া এবং ফুড পার্টনার হিসেবে ছিল হাসঁ পাগল এবং টেক পার্টনার হিসেবে ছিলেন কোয়ান্টা সিস্টেম।

এটি উল্লেখযোগ্য যে হাল্ট প্রাইজ, টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রতি বছর শিক্ষার্থীদের জন্য ‘নোবেল পুরস্কার’ নামে একটি ব্যবসায়িক ধারণা প্রতিযোগিতার আয়োজন করে। এবারের প্রতিযোগিতার থিম ছিল ‘আনলিমিটেড।’ গ্র্যান্ড ফিনালে সহযোগিতা, জ্ঞান বিনিময় এবং নেটওয়ার্কিংয়ের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। অংশগ্রহণকারীদের সমমনা ব্যক্তি, পরামর্শদাতা এবং শিল্প বিশেষজ্ঞদের সাথে জড়িত হওয়ার সুযোগ ছিল, এ ধরনের প্রতিযোগিতা বিভিন্ন ধরনের সংযোগগুলিকে উৎসাহিত করে যা ইভেন্টের বাইরেও বিস্তৃত।

৭ম বারের মতো রাবিতে আয়োজিত হাল্ট প্রাইজ আরেকটি সফল সংস্করণের পর্দা আঁকার সাথে সাথে উদ্ভাবনের উত্তরাধিকার এবং সামাজিক প্রভাব বিস্তারকারী প্রতিভাগুলোকে উন্মোচন করে। এই ইভেন্টের সময় উদ্ভূত ধারণা এবং সংযোগগুলি বাস্তব পরিবর্তনকে অনুঘটক করার জন্য প্রস্তুত, সকলের জন্য একটি উন্নত বিশ্ব গঠনে উদ্যোক্তার শক্তিকে চিত্রিত করে। এটি বিভিন্ন দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আন্তঃবিশ্ববিদ্যালয় ইভেন্ট।