ঢাকাসোমবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভর্তুকি কমাতে বিদ্যুতের দাম সমন্বয় করতে হবে : কাদের

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

সরকারকে বিদ্যুতে যথেষ্ট ভর্তুকি দিতে হচ্ছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই ভর্তুকি ধীরে ধীরে কমাতে চাই। সে কারণে সমন্বয় করাটা জরুরি হয়ে পড়েছে। বিদ্যুৎ সুবিধা যদি বজায় রাখতে হয়, তাহলে সমন্বয় করতে হবে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন দিনে ১৮ ঘণ্টা লোডশেডিং আর ৫ বছরে ৯ বার বিদ্যুতের দাম বাড়িয়েছিল। আমরা শতভাগ বিদ্যুৎ দিয়েছি। ২৯৭০০ মেগাওয়াটে উন্নীত করেছি। বিদ্যুতে অনেক ভর্তুকি দেয়া হয়েছে। এবার ভর্তুকি কমাতে চাই, তাই সমন্বয় করতে হবে।