ঢাকাশুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আপনি আমাকে পছন্দ করেন না, না হয় খেলা বুঝেন না: সোহান

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ছন্দে রয়েছে রংপুর রাইডার্স। ১২ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে প্লে অফ নিশ্চিত করেছে দলটি। সোমবার (২৬ ফেব্রুয়ারি) প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে রংপুর। 

এর আগে রোববার (২৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। সেখানে নিজের অফ ফর্ম নিয়ে প্রশ্ন করতেই ক্ষেপে যান তিনি। সাংবাদিকের করা প্রশ্নের জবাবে সোহান বলেন, ‘অফ ফর্ম বলতে, ব্যাটে রান হচ্ছে না বলতে কী ১২ ম্যাচের মধ্যে ১২ ম্যাচেই রান করব ভাইয়া? পাঁচটা ম্যাচে যে অবদান রাখছি দেখছেন? হয়ত আপনি আমাকে পছন্দ করেন না নাহলে খেলা বুঝেন না।’

এরপর পরিসংখ্যানের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘খেলা বুঝলে… আমি যে জায়গায় খেলতেছি ওইটার পরিসংখ্যান দেখবেন, কোন পজিশনে ব্যাটিং করেছি, কত রান করেছি- সেগুলো দেখে তারপর প্রশ্ন করা উচিত।’