ঢাকাশুক্রবার, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

একুশের স্মরণে বিএলডিপির আলোচনা সভা অনুষ্ঠিত

admin
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি – বিএলডিপি।

বিএলডিপির সিনিয়র সহ-সভাপতি মোঃ কবির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বিএলডিপির চেয়ারম্যান এম নাজিম উদ্দীন আল আজাদ। আয়োজিত এই সভায় বক্তব্য রাখেন বিএলডিপির অতিরিক্ত মহাসচিব শাহানা হক, এস এম আমান উল্লাহ আমান, আতা উল্লাহ খান, শহীদ মনজুসহ বিভিন্ন দলের জাতীয় ও বিএলডিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথিত বক্তব্যে নাজিম উদ্দীন বলেন, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন ভাষা শহীদরা। গোটা বিশ্বে এটা এক নজিরবিহীন ঘটনা। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন তারা। ভাষা সৈনিকরা তাদের লেখনিতে একইভাবে জানিয়েছেন মহান একুশে ফেব্রুয়ারির সূচনার কথা। ভাষার জন্য জীবন দেওয়ার ঘটনা পৃথিবীর ইতিহাসে আর নেই। আর তাই জাতিসংঘের স্বীকৃতি লাভের পর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবসে বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

আয়োজনের শেষ পর্যায়ে একুশের শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আলোচনা সভা শেষ হয়।