ঢাকাশুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

উরকিরচর জনতা সংঘের নবগঠিত কমিটির পরিচিতি সভা সম্পন্ন

admin
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আনোয়ার আজম: রাউজান উপজেলা উরকিরচর জনতা সংঘের নব-নির্বাচিত কার্যকরী কমিটি (২০২৪-২০২৫)পরিচিতি সভা গত ১৬ই ফেব্রুয়ারী শুক্রবার সকাল ১০-টায় সংগঠনের সভাপতি সাইফুদ্দীন সাইফ সভাপতিত্বে এবং সেক্রেটারী আব্দুস কুদ্দুছ রাজিবের সঞ্চালনায় জনতা ভবনে অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে রাউজানের অভিভাবক আধুনিক রাউজানের রূপকার জননেতা এবিএম ফজলে করিম চৌধুরী ৫ম বারের মত বিপুল ভোটে সাংসদ নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানানো হয়। আগামীতে সংগঠনের বিভিন্ন কর্মপন্থা নির্ধারন নিয়ে আলোচনায় অংশ গ্রহন করেন সহ-সভাপতি নেজাম উদ্দিন চৌধুরী সহ- সম্পাদক নূরুল বশর রায়হান অর্থ সম্পাদক ইব্রাহীম বাঁচা সমাজকল্যাণ সম্পাদক তারেক আজিজ প্রচার সম্পাদক ফরহাদ উদ্দিন দপ্তর সম্পাদক শাহেদুল আলম সাহিত্যে সম্পাদক মোঃ আফনান ক্রীড়া সম্পাদক রিয়াজ উদ্দিন পাঠাগার সম্পাদক সাইফুল ইসলাম সদস্য আবুল হোসেন আবুল হাশেম রাশেদুল আলম মোহাম্মদ সোহেল মর্তুজা মাহমুদ মোহাম্মদ আইয়াজ মোহাম্মদ নাইম। সভায় সর্ব সম্মতি ভাবে সিদ্ধান্ত হয় যে আগামী ঈদে মিলাদুন্নবী সঃ উদযাপন উপলক্ষে মৌলানা দাওয়াত উপ- কমিটি গঠন ও ২১শে ফেব্রুয়ারী শহীদের স্মরণে শহীদ মিনারে সকাশে পুষ্প স্তবক অর্পণ করা হবে।