ঢাকাশুক্রবার, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দৃষ্টি স্কুল অব ডিবেটের ৩০তম ব্যাচের উদ্বোধন

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ১৬, ২০২৪ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

‘মুক্তির জন্য যুক্তি’ স্লোগান সামনে রেখে দৃষ্টি স্কুল অব ডিবেটের ৩০তম ব্যাচের উদ্বোধন হয়েছে শিল্পকলা একাডেমি মিলনায়তনে।

সংগঠনের সভাপতি সাইফ চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমী পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও অনুবাদক আলম খোরশেদ ও এবারের ব্যাচ এর উদ্বোধন করেন  দৃষ্টি ডিবেট ক্লাবের চেয়ারম্যান ও সানশাইন  এডুকেশন গ্রুপ এর চেয়ারম্যান সাফিয়া গাজী রহমান।

দৃষ্টির সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মুন্না সঞ্চালনায় অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক,  দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সংগঠক মাসুদ বকুল, দৃষ্টি চট্টগ্রামের সহ-সভাপতি ও বাচিক শিল্পী বনকুসুম বড়ুয়া, দৃষ্টি চট্টগ্রামের সহ-সভাপতি সাবের শাহ , যুগ্ম সম্পাদক রিদোয়ান আলম আদনান ও দৃষ্টির সাংগঠনিক সম্পাদক মুন্না মজুমদার।

আলম খোরশেদ তার নিজের বিতর্ক জীবনের কথা উল্লেখ করে বলেন- যুক্তি, বুদ্ধিদীপ্ত উত্তর, গঠনমূলক পর্যালোচনা-সমালোচনার আসরই হলো বিতর্ক। যুক্তিহীন, অমর্যাদাপূর্ণ উপস্থাপনের মাধ্যমে নিজের মতামতের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টাই তর্ক। একজন বিতার্কিক অন্য যেকোনো সাধারণ মানুষের চেয়ে নিজেকে আলাদা করে তুলে ধরতে সক্ষম। ৩২ বছর ধরে বিতর্কের মতো একটি শিল্প নিয়ে কাজ করে একটি সুন্দর সমাজ তৈরিতে যে অবদান রেখেছে দৃষ্টি চট্টগ্রাম, এর জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

সাফিয়া গাজী রহমান বলেন, ‘সত্য সবসময় সমুন্নত। পৃথিবীতে যা কিছু পবিত্র, যা কিছু সুন্দর তাই সত্য। যারা সত্যান্বেষী, যারা আত্ববিশ্বাসী তারাই সবচেয়ে সফল। বিতার্কিকরা সত্যান্বেষী, বিশ্লেষণমুখী, যা তাদেরকে অন্য সবার থেকে এগিয়ে রাখে। তিনি শিক্ষার্থীদের উদ্যোশে বলেন, তোমরা চেষ্টা করবে তোমাদের জীবনের মূল্যবান সময়কে কাজে লাগিয়ে দেশ-জাতি মানুষের জন্য কিছু করে যেতে, যা তোমাকে মৃত্যুর পর ও মানুষের মনে জাগরুক রাখবে। তিনি বলেন, এই পৃথিবীতে এগিয়ে যাওয়ার জন্য সবাইকে সৃষ্টিশীল কাজ করতে হবে, দৃষ্টি চট্টগ্রামের স্কুল অব ডিবেটের প্রোগ্রামকে তাই সাধুবাদ জানাই।

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ে মুখ গুঁজে রাখলে হবে না। নিজের চারপাশকে দেখতে হবে, বুঝতে হবে ও অনুধাবন করতে হবে। তিনি আরো বলেন, ভুল থেকে শিখতে পারা জীবনের অনেক বড় শিক্ষা। সেই সাথে একজন বিতার্কিকের সব সময় সত্যকে সত্য বলার সাহস রাখতে হবে। মানুষের যৌক্তিক আচরণ দ্বারা সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ে উঠবে, এটাই আমাদের কাম্য আর আমরা বিশ্বাস করি এই কাম্য সমাজ তৈরিতে গুরু দায়িত্ব পালন করবে বিতার্কিকরা। তিনি বলেন, এই পৃথিবীতে এগিয়ে যাওয়ার জন্য সবাইকে সৃষ্টিশীল কাজ করতে হবে, দৃষ্টি চট্টগ্রামের স্কুল অব ডিবেটের প্রোগ্রামকে তাই সাধুবাদ জানাই।

মাসুদ বকুল বলেন, দৃষ্টি চট্টগ্রামের পথচলার ৩০ বছরে অনেক নেতৃত্ব তৈরি করেছে, যাদের মাধ্যমে দেশের অন্যতম জনপ্রিয় একটি সংগঠনে পরিণত হয়েছে দৃষ্টি। বিগত ৩০ বছর আমরা শুধু বিতার্কিক নয়, যুক্তির আলোতে আলোকিত সুন্দর মানুষ গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

অনুষ্ঠানের সভাপতি সাইফ চৌধুরী বলেন, বাংলাদেশের বিতার্কিকরা পৃথিবীর নামকরা সব কোম্পানিতে সাফল্যের সঙ্গে নিজ নিজ জায়গা থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে যার মাধ্যমে তারা বাংলাদেশের নাম উজ্জ্বল করছে। দৃষ্টি স্কুল অব ডিবেট শুধু বিতার্কিক নয়, নেতৃত্ব তৈরি করে আসছে। আমি নিশ্চিত, তিন মাস পর এই স্কুল অব ডিবেটের শিক্ষার্থীরা যখন বের হবে, সবাই লিড দেওয়ার গুণাবলি অর্জন করে যাবে।

উদ্বোধনী ক্লাসে বিতর্ক কী, কেন এবং বাস্তব জীবনে এর ভূমিকা সম্পর্কে প্রশিক্ষণ দৃষ্টি চট্টগ্রামের সহ-সভাপতি সাবের শাহ ।

তিন মাসব্যাপী দীর্ঘমেয়াদি বিতর্ক প্রশিক্ষণ কর্মশালা দৃষ্টি স্কুল অব ডিবেট ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত ২৯টি ব্যাচ সফলভাবে সম্পন্ন করেছে। এবারের দৃষ্টি স্কুল অব ডিবেটে ৩০তম ব্যাচে বাংলা এবং ইংরেজি মাধ্যমের বিভিন্ন স্কুল থেকে শতাধিক শিক্ষার্থী ভর্তি হয়েছে।