ঢাকাশুক্রবার, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নিউজিল্যান্ডের ইতিহাস

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ১৬, ২০২৪ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

‘নতুন’ দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে যা একটু লড়াই করলো। তবে নিউজিল্যান্ড বড় বাধার মুখোমুখি হয়নি। চার দিনেই তারা হ্যামিল্টনে বিজয় নিশান উড়ালো। ৭ উইকেটে জিতে গড়লো ইতিহাস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জিতলো নিউজিল্যান্ড।

শেপো মোরেকিকে চার মেরে দলের জয় নিশ্চিত করেন কেন উইলিয়ামসন। সাবেক এই অধিনায়ক ২৬০ বল খেলে ১২ চার ও ২ ছয়ে ১৩৩ রানে অপরাজিত ছিলেন। অন্য প্রান্তে উইল ইয়াং তার সঙ্গে ১৫২ রানের জুটি গড়তে করেন ৬০ রান।

২৬৭ রানের লক্ষ্যে আগের দিন ১ উইকেট হারিয়ে ৪০ রানে শেষ করে। নতুন দিনে মাঠে নামেন উইলিয়ামসন। তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি ২১ রানে অপরাজিত নামা টম ল্যাথাম (৩০)। রাচিন রবীন্দ্র (২০) উইলিয়ামসনের সঙ্গে ৬৪ রানের জুটি গড়ে ফিরে যান।

তারপর ক্রিজ আগলে রেখে চতুর্থ উইকেট জুটিতে জয় তুলে নেন উইলিয়ামসন ও ইয়াং। চা বিরতির পর ২০৩ বলে ১০০ করেন উইলিয়ামসন। ইয়াংয়ের হাফ সেঞ্চুরি এসেছে ১১৮ বলে। ৩ উইকেট হারিয়ে ২৬৯ রান করে নিউজিল্যান্ড।

দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন নিউজিল্যান্ডের বোলার উইলিয়াম ও’রোর্কে।