ঢাকাশুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সরকারের কোনও হাত নেই ড. ইউনূসের মামলার বিষয়ে : আইনমন্ত্রী

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ১৬, ২০২৪ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

ড. ইউনূসের মামলার বিষয়ে সরকারের কোনও হাত নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে তার নির্বাচনি এলাকা আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘প্রথমত ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ (এনবিআর) তার বিরুদ্ধে কর ফাঁকির মামলা করেছে। স্বাধীন দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে মামলা করেছে। এই সবের বিষয়ে সরকারের কোনও হাত নেই।’

অপর এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘আপনারা নির্বাচনের স্বতঃস্ফূর্ততা দেখেছেন। মানুষের অংশগ্রহণ দেখেছেন। আমার মনে হয় মানুষ এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করছেন সেই উন্নয়নের পক্ষে মনোযোগ দিচ্ছেন। বিএনপি আন্দোলনের কথা বলছে, বলবেন, বলুক। দেশে গণতন্ত্র আছে। তারা আন্দোলন করার চেষ্টা করুক।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল, যুবলীগ নেতা আব্দুল মমিন বাবুল, ছাত্রলীগ সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়নসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে মন্ত্রী তার অপর নির্বাচনি এলাকা কসবা উপজেলার উদ্দেশে সড়কপথে আখাউড়া ত্যাগ করেন।