জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তপথে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় ১০টি সোনার বারসহ তিন জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ওই উপজেলার সীমান্তবর্তী পূর্ব উচনা এলাকা থেকে তাদের আটক করা হয় এবং সোনার বারগুলো জব্দ করা হয়।
অভিযানে আটকরা হলেন- মনছুর হোসেন (৫২), রহিদুল ইসলাম (৪৫) ও ফরহাদুল ইসলাম (৪০)। তারা সবাই পাঁচবিবি সীমান্তের পূর্ব উচনা গ্রামের বাসিন্দা।
জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) হাটখোলা ক্যাম্প বিওপির নায়েক সুবেদার এনামুল হক ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আটক ৩ জন মোটরসাইকেলে করে সোনা পাচারের জন্য সীমান্তের কাছাকাছি চলে যায়। একজন মোটরসাইকেল চালাচ্ছিল, আর দুজন পেছনে বসেছিল। তাদের মধ্যে একজন লুঙ্গি পরিহিত ছিল। তার কোমড়ে লুঙ্গিতে জড়িয়ে সোনার বারগুলো রাখা ছিল। এসব সোনার বার বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে নিয়ে যাচ্ছিল তারা। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে।